পটুয়াখালীর নিউমার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড
পটুয়াখালী শহরের নিউমার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডে মুদি, মনোহারি, কসমেটিকস, কৃষিপণ্য, মাছ-মাংস ও আড়তসহ প্রায় ৭০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আজ বৃহস্পতিবার ভোররাতে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. কামাল হোসেন, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শহিদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
এসপি মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও ধোঁয়া উড়ছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।’
বরিশাল বিভাগের ফায়ার সার্ভিসের উপপরিচালক মন্তাজ উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং আমতলী ও বাকেরগঞ্জের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে কাজ চলছে।’