পদ্মায় বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাত, ১৬ জন নিহত
চাঁপাইনবাবগঞ্জের পাকা-নারায়ণপুরে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাতে ১৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন।
আজ বুধবার দুপুরে আলীমনগর ঘাটের কাছে পদ্মা নদীতে এই দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাকিব-আল-রাব্বী।
স্থানীয়দের বরাত দিয়ে উপজেলা প্রশাসন জানায়, বরযাত্রীবাহী নৌকাটি সদর উপজেলার চন্দ্র নারায়ণপুর থেকে শিবগঞ্জের পাকা ইউনিয়নের তেররচিয়া এলাকায় যাচ্ছিল। নৌকাটি ছাড়ার পর পরই বৃষ্টি শুরু হয়। দুটি জায়গার দূরত্ব প্রায় তিন ঘণ্টার।
আলীমনগর ঘাটের কাছাকাছি পৌঁছার পর নদীর মধ্যেই নৌকাটিতে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই অনেকেই মারা যান।
প্রাথমিকভাবে ১৬ জনের লাশ নিশ্চিত করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় প্রশাসন।
এদিকে আহত অবস্থায় পাঁচজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ ছাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আরও ১২ জনকে উদ্ধার করেছে বলে জানা গেছে।