পদ্মা সেতু উদ্বোধন : ফরিদপুরে র্যালির মধ্য দিয়ে দুদিনের কর্মসূচি শুরু
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শেখ জামাল স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত ডিআইজি মো. আলিমুজ্জামান প্রমুখ।
র্যালিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারবৃন্দ এবং বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
এর আগে পুলিশ লাইনস থেকে জেলা পুলিশের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
এদিকে, শেখ জামাল স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। এতে হাজারো মানুষ সরাসরি বড় পর্দায় তা উপভোগ করেন।
ফরিদপুর জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আজ শনিবার ও আগামীকাল রোববার নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিন সকালে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আজ শনিবার বিকেলে থাকছে দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরদিন পদ্মা সেতু নিয়ে কবিতা, গল্প ও ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিন বিকেলেও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।