পাবনায় বাসচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩
পাবনার সাঁথিয়া উপজেলার পাবনা-ঢাকা মহাসড়কের কাশিনাথপুর বেঙ্গল এলাকায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসচাপায় বাবা ছেলেসহ অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছে। এ সময় আরও ৩ জন আহত হয়।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম আজাদ এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা থেকে ঢাকাগামী সি লাইন পরিবহণ পেছন থেকে একটি অটোভ্যানকে চাপা দিলে আমিনপুর থানার দুর্গাপুর গ্রামের আবু সাইদ (৫৫) তার ছেলে তাওহিদ (৪) ও রোজা (৫) নামের তিনজন মারা যায়।
তিনি আরও বলেন, নিহতদের মধ্যে আবু সাইদ আর তাওহিদ ঘটনাস্থলে এবং রোজা পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তবে ঘাতক বাসটি পুলিশ আটক করতে পারেনি।