পিরোজপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পিরোজপুরের ইন্দুরকানীতে মো. জাকির নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত মো. জাকির বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চণ্ডিপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির সুপারী বিক্রির জন্য গতকাল বৃহস্পতিবার বিকেলে ইন্দুরকানীর পত্তাশীর হাটে যান। রাত ৭টার দিকে সেখান থেকে বাড়ি ফেরার পথে পিরোজপুর-মোড়েলগঞ্জ সীমানায় খাল পাড়ে গেলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে নির্জন স্থানে ফেলে রেখে যায়। সেখান থেকে কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা এসে আহত জাকিরের বাড়িতে সংবাদ দেয়। পরে স্বজনরা এসে তাকে উদ্ধার করে মোড়েলগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা আড়াইশ বেড হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় জাকির মারা যান।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত ইন্দুরকানী থানায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।