পুলিশ দেখে থামল মিছিল, হলো প্রতিবাদ সমাবেশ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে সুনামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে চাইলেও খামারখালী পয়েন্টে গিয়ে থেমে যায়। কারণ সেখানে আগে থেকে বিপুল পুলিশ সদস্য রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পুলিশ সদস্যদের দেখে মিছিল ঘুরিয়ে ফেলে এবং সেখানেই পুলিশের সামনে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আগামী দিনের আন্দোলনের জন্য প্রস্তুত থাকবেন। খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোনো গতি নাই, তাই শরীরের রক্ত ঝড়িয়ে হলেও খালেদা জিয়াকে মুক্ত করেই ঘরে ফিরব।