পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা
সারা দেশে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। তবে বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের।
আজ সোমবার সকালে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কিছুদূর যেতেই পুলিশের বাধার মুখে পড়ে। এরপর সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ওয়াকিপুর রহমান গিলমান ও রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার জনগণের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে। এ দেশের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। সরকারদলীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই দেশে পেঁয়াজের এমন দাম বেড়েছে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে না পেরে নানা হাস্যকর কথাবার্তা বলা হচ্ছে।