পেঁয়াজ বর্জনের ঘোষণা দিয়ে শপথ গ্রহণ
পেঁয়াজদরের লাগামহীন ঘোড়া কিছুতেই থামছে না। দেশের মানুষের আলোচনার একমাত্র কেন্দ্রবিন্দু পেঁয়াজ আর পেঁয়াজ। দর কমানোর নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। এরই মধ্যে গতকাল শনিবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাত যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে গেছেন, ‘পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিছি। আমার বাসায় আজ সমস্ত রান্না হয়েছে পেঁয়াজ ছাড়া। খেতে ভালো হয়েছে।’
এদিকে প্রধানমন্ত্রীর মতো অনেকে পেঁয়াজ বর্জনের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ‘অনিয়ন বয়কট’ গ্রুপ খোলা হয়েছে।
পেঁয়াজের দর স্বাভাবিক না হওয়ায় পেঁয়াজ বর্জনের ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার সুধীজনদের নিয়ে গঠিত প্রভাতী সংঘের সদস্যরা। গতকাল শনিবার সকালের হাঁটা শেষে গাংনীর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে তারা শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান গাংনীর সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলম।
শপথবাক্য হুবহু তুলে ধরা হলো :
‘আমরা শপথ করছি যে, পেঁয়াজের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি একটি অন্যায়। আমরা এ অন্যায়ের প্রতিবাদ করতে চাই। তাই যতদিন পর্যন্ত পেঁয়াজের দাম স্বাভাবিক হবে না, ততদিন পর্যন্ত আমরা পেঁয়াজ বর্জন করলাম। আমাদের রান্নাঘরে আর কোনো পেঁয়াজ ঢুকবে না। আমরা আজকের এই শপথ অনুষ্ঠান থেকে সকলকে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আবেদন জানাচ্ছি।’
বিশিষ্ট কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধের গবেষক রফিকুর রশিদ রিজভী, গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী, কাজীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোকাদ্দেসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষিবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নিরাপদ দাসসহ প্রভাতী সংঘের সদস্যবৃন্দ এ শপথ গ্রহণ করেন।
এ প্রসঙ্গে এ কে এম শফিকুল আলম বলেন, ‘পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অবশ্যই অন্যায়। এর প্রতিবাদ থাকা দরকার। অন্যায়ের প্রতিবাদে আমরা পেঁয়াজ বর্জনের ঘোষণা বাস্তবায়ন করছি।’