প্রতিপক্ষের হামলায় বাবার মৃত্যু, ছেলে আহত
সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় গোলবার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তাঁর ছেলে শাকিল (১৭)। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শাকিলের চিকিৎসা চলছে।
গতকাল বুধবার রাতে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলবার ওই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোলবার হোসেনের সঙ্গে একই গ্রামের দেলোয়ার হোসেনের টাকা-পয়সার লেনদেন নিয়ে দ্বন্দ্ব ছিল। এসব নিয়ে গতকাল রাতে আড়ংগাইল বাজারে গোলবার ও তাঁর ছেলে শাকিলের সঙ্গে দেলোয়ার হোসেন ও তাঁর ছেলে আল-আমিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।
হামলায় বাবা-ছেলে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে গোলবার মারা যান। আহত শাকিলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে রাত ১২টার দিকে নিহত গোলবারের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।