প্রবাসীদের প্রতি বৈষম্য কমাতে চলছে মাইগ্র্যান্ট প্রকল্প
ইউরোপ থেকে জোরপূর্বক বা স্বেচ্ছায় দেশে ফেরত আসা অনিয়মিত বাংলাদেশি অভিবাসীদের প্রতি নানা ধরনের অপবাদ ও বৈষম্য কমাতে কাজ করছে সিফার। একইসঙ্গে সমাজে তাদের যথাযথ মর্যাদা ফেরাতেও ‘দ্য মাইগ্র্যান্ট প্রোজেক্ট’র আওতায় কাজ করছে সংস্থাটি। এই প্রকল্পে অপবাদ নিয়ে ইউরোপ ফেরত প্রবাসীদের বিনামূল্যে দেওয়া হবে মনো-সামাজিক (সাইকোসোশ্যাল সাপোর্ট) সহায়তা, করা হবে কাউন্সেলিং। আগামী পাঁচ মাসব্যাপী এই প্রকল্পটি চলবে বাংলাদেশে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) একটি সমীক্ষায় দেখা গেছে, ৯৬ শতাংশ বিদেশফেরত বাংলাদেশি অভিবাসী চাকরির সুযোগের অভাব, অপর্যাপ্ত আয় ও আর্থিক সমস্যায় ভুগছেন।
২০২১ সালের এক গবেষণায় সিফার বলছে, ‘ইউরোপ থেকে ব্যর্থ হয়ে দেশে ফিরে বাংলাদেশি অনিয়মিত অভিবাসীরা প্রায়ই নানা ধরনের অপবাদ বা কলঙ্কের মুখোমুখি হন। প্রায় অর্ধেক অভিবাসী নানা ধরনের অপবাদ বা কলঙ্কের সঙ্গে সঙ্গে পরিবার ও এলাকার মানুষের কাছ থেকে বেশ খারাপ আচরণের সম্মুখীন হয়ে থাকে।’
গবেষণা আরও বলছে, ‘ইউরোপে যাওয়ার জন্য পরিবার থেকে মোটা অংকের অর্থ ব্যয় করা হয়, তাই অভিবাসীরা যখন খালি হাতে ফিরে আসে, তখন বিষয়টি ইতিবাচকভাবে দেখা হয় না। এর মধ্যে অনেককেই বিদেশে শারীরিক-মানসিক নির্যাতন, শোষণ, কঠিন কাজ ও নানান বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। সব মিলিয়ে একজন অভিবাসী অত্যন্ত মানসিক চাপ, উদ্বেগ ও হতাশায় ভুগতে থাকেন।’