ফরিদপুরে কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়ায় বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা আজ সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ওবায়েদ ডেইরি ফার্ম মাঠে সালথা ও নগরকান্দা উপজেলা বিএনপি এ স্মরণ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
স্মরণসভায় মাত্র দুই তিন কোটি টাকা দুর্নীতির একটি মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। অথচ ক্ষমতাসীনেরা মহা দুর্নীতিতে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন মো. শাহজাহান।
মো. শাহজাহান বলেন, অনেক হয়েছে প্রধানমন্ত্রী। এবার আল্লাহর ওয়াস্তে ওজু করে পবিত্র হন। খালেদা জিয়ার কাছে মাফ চান। তাকে মুক্তি দেন। এখনো সময় আছে ভুল স্বীকার করে পদত্যাগ করুন। দেশে একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করুন।
নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
অন্যদের মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদারেছ আলী ইছা, জেলা স্বেচ্ছাবেকদলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, শরীয়তপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি দুলাল খান, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মিঠু প্রমুখ বক্তব্য দেন।
এর আগে সকালে ওবায়দুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওবায়দুর রহমানের কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ ও দুপুরে দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।
২০০৭ সালের ২১ মার্চ মৃত্যুবরণ করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য জননেতা কে এম ওবায়দুর রহমান।