ফরিদপুরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রাকের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ২টার দিকে উপজেলার কলিমাঝি রোডের একটি ইটের ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—উপজেলার রুপাপাত ইউনিয়নের টোংরাইল গ্রামের প্রবীর বিশ্বাসের স্ত্রী সুপর্ণা বিশ্বাস (৩০) ও তার মেয়ে প্রত্যাশা বিশ্বাস (৭)।
স্থানীয়রা জানায়, একটি ভ্যানে করে মা ও মেয়ে গ্রামের বাড়ি উপজেলার টুইরাইল গ্রামে যাচ্ছিলেন। পথে একটি গরুবোঝাই ট্রাক পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।’