ফরিদপুরে দুর্বৃত্তের হামলায় নিহত ২, আহত ১
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পোদ্দার বাজারের কাছে দুর্বৃত্তের হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজন চিকিৎসাধীন। তাঁরা তিন জনই একই মোটরসাইকেলে ছিলেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। তবে কী কারণে এ হামলা, তা এখনই বলতে পারছে না পুলিশ। যদিও হামলা ও হত্যাকাণ্ডের কারণ হিসেবে স্থানীয়রা দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে দায়ী করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতেরা হলেন—সোলেমান শরীফ (৩৫) ও কামরুল মাতুব্বর (৪০)। আর, আহত হয়েছেন আমিনুল মাতুব্বর (৪০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের পোদ্দার বাজার থেকে মোটরসাইকেলে করে সোলেমান, কামরুল ও আমিনুল জান্দি গ্রামের বাড়ি ফিরছিলেন। বাজার পার হতেই তাঁরা দুর্বৃত্তের হামলার শিকার হন।
মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা তিন জনকে এলোপাতাড়ি কোপায়। এ সময় ঘটনাস্থলেই সোলেমান শরীফ মারা যান। গুরুতর আহত অপর দুজনকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কামরুল মাতুব্বরকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠান।
অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে আজ শুক্রবার ভোরে মারা যান তিনি।