ফেনীতে দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষয়ক্ষতি
ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। যদিও প্লাবিত হচ্ছে জেলার নতুন নতুন এলাকা। এদিকে, যেসব অঞ্চলে পানি সরে যেতে শুরু করেছে, সেখানে ফুটে উঠতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিত্র।
পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে মুহুরী নদীর পানি উপচে পড়ে। চারটি স্থানে ভেঙে যায় বাঁধ। এতে এই দুই উপজেলার ১২টি গ্রাম প্লাবিত হয়।
ক্ষতিগ্রস্ত জয় ফুলগাজী উপজেলা সদর ইউনিয়নের দৌলতপুর ও দেড়পাড়া, দরবারপুর ইউনিয়নের বরইয়া ও পরশুরাম উপজেলার অলকা।
জানা গেছে, বন্যায় ঘরবাড়ি, ফসলি জমিসহ অনেক গ্রামীন সড়ক নষ্ট হয়ে গেছে। পানিতে ভেসে গেছে শত শত পুকুর ও মাছর ঘের।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আরিফ হোসেন এসব তথ্য জানানোর পাশাপাশি বলেন, ‘বর্তমানে পানি বিপৎসীমার নিচে থাকলেও নদী গুলোর বাঁধ ভাঙ্গা অংশ দিয়ে এখনো পানি প্রবেশ করছে। ফলে ওইসব এলাকার নিম্নাঞ্চল এখনো পানিতে তলিয়ে আছে।’