ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেল ৩ ভাইয়ের
ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন ভাই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে শহরের নাজির রোডের রহুল আমিন ভবনের নিচতলায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তিন ভাই পেশায় শ্রমিক। তাঁরা নির্মাণাধীন ওই ভবনের নিচ তলায় সেপটিক ট্যাংকের ওপরে টিনশেড একটি ঘরে থাকতেন। হঠাৎ বিকট শব্দে ট্যাংকটি বিস্ফোরিত হয়। এতে মারা যান তাঁরা।
নিহতরা হলেন বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার পঞ্চকানন এলাকার বাসিন্দা সৈয়দ আলম মুন্সির তিন ছেলে—আবদুর রহমান মুন্সি, নুরুল ইসলাম মুন্সি ও মনিরুজ্জামান মুন্সি। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা জানায়, বাড়ির সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় ভবনের নিচতলাসহ দ্বিতীয়তলার ছাদ ক্ষতিগ্রস্ত হয়। দুজন আহতকে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। অপর একজনকে মৃত অবস্থায় সেপটিক ট্যাংকের ভেতর উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।