সেপটিক ট্যাংক বানানো সময় দুই শ্রমিক নিহত
সাতক্ষীরার আশাশুনিতে সেপটিক ট্যাংক নির্মাণের কাজ করতে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার (১৯ জুলাই) বিকেল ৪টায় কুল্যা ইউনিয়নের মহিষাডাঙা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন ওই এলাকার নিমাই সরকারের ছেলে মিলন সরকার (২২) ও বসুদেব বিশ্বাসের ছেলে আশুতোষ বিশ্বাস (৪৫)।
পুলিশ জানায়, নিহত শ্রমিকরা মহিষাডাঙা এলাকার নিমাই চন্দ্র বিশ্বাসের বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণের কাজ করছিলেন। এ সময় ট্যাংকের গর্তে কাজ করতে নেমেছিলেন মিলন সরকার। কিন্তু দীর্ঘসময় পার হলেও তিনি উঠে না আসায় তাঁকে খুঁজতে নামেন আশুতোষ বিশ্বাস। তিনিও সেখানে অসুস্থ হয়ে চিৎকার করলে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীদের চেষ্টায় মিলনকে মৃত ও আশুতোষকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নেওয়ার পথে মারা যান আশুতোষ।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাংকের ভেতর অক্সিজেনের ঘাটতি থাকায় দম বন্ধ হয়ে মারা গেছেন ওই দুই শ্রমিক। অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে অপমৃত্যুর মামলা করা হবে।