বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে হচ্ছে না বিসিবির কোনো খেলা, মালামাল ঢাকায় স্থানান্তর
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে না বিসিবির কোনো ম্যাচ। গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে স্টেডিয়ামে থাকা বিসিবির সব মালামাল ঢাকার মিরপুর স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বিসিবির দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় রিপোর্ট করতেও বলা হয়।
এর আগে বিসিবি থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ‘বিগত কয়েক বছর বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার কারণে শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক নিয়মিতভাবে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়ে উঠছে না। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড উক্ত স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়-দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।’
শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান বলেন, ‘জেলা ক্রীড়া সংস্থায় চিঠি পাঠানো হয়েছে। ক্যাভার্ড ভ্যানে করে বিসিবির সব মালামাল ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া এখানে কর্মরত বিসিবির ১৭ জনকে শনিবারের মধ্যে ঢাকায় রিপোর্ট করতে বলা হয়েছে।’
জামিলুর রহমান আরও বলেন, ‘বিসিবির নিয়ন্ত্রণে থাকা স্টেডিয়ামটি এখন থেকে জাতীয় ক্রীড়া সংস্থার মাধ্যমে জেলা ক্রীড়া সংস্থার নিয়ন্ত্রণে থাকবে।’