বগুড়ায় যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা
বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকায় গতকাল সোমবার ফোরকান নামের এক যুবলীগের কর্মীকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পূর্বশত্রুতার জেরে ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফোরকান ফুলতলা এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তাঁর বিরুদ্ধে শাজাহানপুর থানায় হত্যা ও চাঁদাবাজির মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, গতকাল সোমবার বিকেলে ফুলতলা বাজার এলাকায় ফোরকানকে একা পেয়ে প্রকাশ্য দিবালোকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে মৃত্যু হয় ফোরকানের।
ওসি আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।