বন্যার্তদের পাশে কুমিল্লা জিলা স্কুলের এসএসসি ’৯৮ ব্যাচ
পাহাড়ি ঢল আর অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পানিবন্দিরা খাদ্য সংকটে রয়েছে। বানভাসিদের খাদ্য সংকট দূর করতে বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ বিতরণ হচ্ছে। এবার কুমিল্লা জিলা স্কুলের এসএসসি ’৯৮ ব্যাচের শিক্ষার্থীরাও দাঁড়িয়েছে দুর্দশাগ্রস্থদের পাশে। সিলেট-সুনামগঞ্জে বিতরণ করেছে ত্রাণ।
’৯৮ ব্যাচের শিক্ষার্থী রাসেল ভূঁইয়া ও ওয়াহিদুজ্জামন রাজন জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ৫০ পরিবারের মধ্যে তাঁরা ত্রাণ পৌঁছে দিয়েছেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি লবণ এবং পাঁচ প্যাকেট খাবার স্যালাইন।
কুমিল্লা জিলা স্কুলের এসএসসি ’৯৮ ব্যাচ গ্রুপের মডারেটর শাফায়াত চৌধুরী জেসনসহ ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন আব্দুল কাদের, অ্যাডভোকেট নাইম হায়দার মিঠু, রুবেল খান, এম,এইচ জীবন, প্রকৌশলী ইকবাল, আহসান রোনেল, অ্যাডভোকেট সবুজ, অ্যাডভোকেট সায়েম, সাজেদুর রহমান সাথী, লিমন প্রমুখ।