বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বরিশাল-ঢাকা মহাসড়কে বাস ও থ্রি-হুইলার মাহিন্দ্রর সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন। আজ রোববার দুপুর পৌনে ২টার দিকে বরিশাল সদর উপজেলার ছয় মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলশ চন্দ্র হালদার বলেন, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা বাসের সঙ্গে বরিশালের রহমতপুরগামী থ্রি-হুইলারের সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলার ও বাসে থাকা যাত্রীরা কমবেশি আহত হন। আহতদের মধ্যে দুই যাত্রীর অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শেবাচিম হাসপাতালে কর্মরত মেট্রোপলিটন পুলিশের সিটিএসবির সদস্য জয়নাল আবেদীন জানান, এখন পর্যন্ত পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে ৫৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মত্যু হয়েছে। এখনও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।