বাংলাদেশ দ্রুত শ্রীলঙ্কায় পরিণত হতে যাচ্ছে : মির্জা ফখরুল
বাংলাদেশের পরিস্থিতি দ্রুতই শ্রীলঙ্কার মতো হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার যেভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করেছে, তাতে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে বাধ্য।
আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার খাগড়াবাড়িতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত দুই যুবদল কর্মীর পরিবারের সঙ্গে আজ সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব। এসময় জেলা বিএনপির সভাপতি তৈয়মুর রহমানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির এই নেতা বলেন, ‘দ্রব্যমূল্যবৃদ্ধির কারণে বাণিজ্যমন্ত্রীসহ এই সরকারের পদত্যাগ করা উচিৎ।’
মির্জা ফখরুল আরও বলেন, দেশের অর্থব্যবস্থা যেভাবে ধ্বংস করা হচ্ছে, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে করে মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে, যা সাধারণ মানুষের পক্ষে মোকাবেলা করা সম্ভব হবে না।’
ফখরুল বলেন, ‘অপরদিকে সরকার ঋণের বোঝা জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। সেই সঙ্গে প্রত্যক্ষভাবে সরকারের মদদে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তেলসহ জিনিসপত্রের দাম বাড়াচ্ছে।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বিভিন্ন সময় আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ও আহত ১০ জন নেতাকর্মীদের পরিবারের সঙ্গে দেখা করেন। এ সময় নগদ অর্থিক সহায়তা প্রদান করেন তিনি।