বাকি না দেওয়ায় গোপালগঞ্জে মুদি দোকানি হত্যা, গ্রেপ্তার ৩
গোপালগঞ্জ সদর উপজেলার খানারপাড় গ্রামের মুদি দোকানি গাউজ দাঁড়িয়া (৪৫) হত্যা মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ইস্রাফিল মোল্লা (২২), আজিজুর দাঁড়িয়া ওরফে কুটি(৫০) ও বজলু মোল্লা ওরফে রাজিব(২৩)। বাকিতে মাল বিক্রি না করায় ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে।
আজ রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, ধারের টাকা ও দোকানে বাকির টাকা চাওয়া, নতুন করে বাকি না দেওয়া এবং লোকজনের মধ্যে বাকি টাকা চেয়ে লজ্জা দেওয়ার কারণে গ্রেপ্তারকৃতরা মুদি দোকানিকে হত্যা করেন। পুলিশ দ্রুত বিভিন্নভাবে তদন্ত ও প্রযুক্তি ব্যবহার করে ৪৮ ঘণ্টার মধ্যে ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়।
পুলিশ ও স্থানীর সূত্র আরও জানায়, গত ২ ফেব্রুয়ারি রাতে খানারপাড় গ্রামের আজিম দাঁড়িয়ার ছেলে গাউজ দাঁড়িয়া (৪০) বাড়ির পাশে তার দোকানে ঘুমিয়ে ছিলেন। একই গ্রামের কাইয়ূম মোল্লার ছেলে ইসরাফিল মোল্লা (২২) সহ তিনজন গভীর রাতে মুদি দোকানিকে ঘুম থেকে উঠিয়ে সিগারেট কেনার কথা বলে তাকে প্রথমে লাঠি দিয়ে সজোরে আঘাত করে। আঘাতের ফলে নিস্তেজ হয়ে পড়লে ওই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পরে বাড়ির পাশে বাদশা শেখের পুকুরে লাশ ফেলে দেয়। পরের দিন ৩ ফেব্রুয়ারি সকালে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ বিভিন্নভাবে তদন্ত ও প্রযুক্তি ব্যবহার করে ৪৮ ঘণ্টার মধ্যে ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়।