বান্দরবানে মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার
বান্দরবানে দেড় কেজি আফিম জব্দসহ এক ইউনিয়ন পরিষদের সদস্য জন ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবানের থানছি উপজেলার রেস্ট হাউজ সংলগ্ন ভাড়া বাসায় অভিযান চালিয়ে আফিমসহ এক ইউপি সদস্য জন ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়। তিনি রেমাক্রী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার। এ সময় তাঁর কাছ থেকে পাচারের জন্য রাখা দেড় কেজি আফিম উদ্ধার করা হয়।
এপিবিএন-২ বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. বদিউজ্জামান বলেন, ‘রেমাক্রী ইউনিয়নের এই মেম্বার দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে। তাঁর বিরুদ্ধে থানচি থানায় একটি মামলা করা হয়েছে।’