বাবার বিরুদ্ধে মেয়ের অভিযোগ, হত্যার পর ফেলে দিয়েছে মায়ের লাশ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার একটি পুকুর থেকে উম্মে হানী (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বড়বিল ইউনিয়নের মাল্লিপাড়া গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত উম্মে হানী স্থানীয় জিয়ারুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের মা।
এ ঘটনায় নিহতের মেয়ে জবা বেগম (১৮) অভিযোগ করে বলেন, ‘আমার বাবা তিন মাস আগে গঙ্গাচড়া সদর ইউনিয়নে ভুটকা গ্রামে জান্নাতি নামের একজনকে বিয়ে করেন। এ নিয়ে বাবার সঙ্গে মায়ের ঝগড়াঝাটি লেগেই ছিল। আমার বাবা আমার মাকে হত্যা করে পানিতে ফেলে দিয়েছেন।’
গঙ্গাচড়া থানার পরিদর্শক (তদন্ত) নুর আলম বলেন, ‘শনিবার রাতে খাবারের পর জিয়ারুল ইসলাম ও তার স্ত্রী উম্মে হানী ঘুমিয়ে পড়েন। পরে রাত সাড়ে ৩টার দিকে জিয়ারুল বাড়ির পাশের পুকুর থেকে উম্মে হানীর লাশ তুলে বাড়ির উঠানে নিয়ে এসে রাখেন। রোববার সকালে খবর পেয়ে আমরা বাড়ির উঠান থেকে লাশ উদ্ধার করি।’
‘ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। রিপোর্টের পরই স্পষ্ট হবে তাকে হত্যা করা হয়েছে কি না।’ যোগ করেন নুর আলম।