বিএনপির পক্ষে গণজোয়ার বাড়তেই থাকবে : আমীর খসরু
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা বাড়তেই থাকবে, যতক্ষণ না তারা (আ.লীগ) ভেসে যায়।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে শ্রমজীবীদের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের পক্ষে দায়িত্ব পালনের আহ্বান জানান।
চট্টগ্রামের হালিশহরে অনুষ্ঠিত সমাবেশে শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিমুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
‘দুই মাস আগে ঢাকা সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি’ উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী সমাবেশের দিন ঢাকার ভেতরে বাইরে যারা সমাবেশ করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানান।