বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর স্ত্রী করোনায় আক্রান্ত
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা নগর কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর স্ত্রী, বিশিষ্ট মানবাধিকার নেতা অ্যাডভোকেট সৈয়দা সাবিহা খাতুন দ্বিতীয় দফায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার তার করোনা পজিটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।
আজ সোমবার খুলনা নগর বিএনপির দপ্তর সম্পাদক সামছুজ্জামান চঞ্চল স্বাক্ষরিত এক ইমেইল বার্তায় এই তথ্য জানিয়ে সবার দোয়া প্রার্থনা করা হয়েছে।
অ্যাডভোকেট সৈয়দা সাবিহা খাতুনের আগে গত বছর প্রথম দফা করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদিকে, তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর নেতারা।
বিবৃতিতে নেতারা বলেন, সাবিহা খাতুন একজন সৎ মানুষ। তিনি ধার্মিক, পরোপকারী ও দানশীল মানুষ হিসেবে সবার কাছে শ্রদ্ধার পাত্র।
উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু খুলনা মহানগর বিএনপি পরিচালিত করোনা হেল্প সেন্টারের মাধ্যমে করোনা রোগীদের মধ্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করছেন। বিধিনিষেধের কারণে অসহায় হয়েপড়া মানুষের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি চালাচ্ছেন। তিনি আত্মীয়স্বজন ও বন্ধুদের সহায়তায় এসব ত্রাণ বিতরণ কর্মসূচি এবং রান্নাকরা খাবার বণ্টন করছেন। দলীয় এসব কর্মসূচিতে প্রতিদিনই তিনি নগরীর বিভিন্ন মহল্লায় কর্ম তৎপরতা চালাচ্ছেন। তার স্ত্রী সাবিহা খাতুন তাকে পাশে থেকে এসব কর্মসূচিতে সহায়তা করতেন। এতে তিনি স্বাস্থ্যবিধি মেনে চললেও কোনো না কোনোভাবে সংক্রমিত হয়েছেন। তবে নজরুল ইসলাম মঞ্জু এখনো সুস্থ আছেন।
বিএনপির নেতারা সাবিহা খাতুন ও তার পরিবারের সুরক্ষা এবং তার সুস্থতার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। একইসঙ্গে সবার দোয়া কামনা করেছেন তারা।
এ ব্যাপারে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অ্যাডভোকেট বজলুর রহমান, অ্যাডভোকেট এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ
অনুরূপ সুস্থতা কামনা করেছেন এনটিভি খুলনার ব্যুরো প্রধান মুহাম্মদ আবু তৈয়ব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, মিজহানুর রহমান মিল্টন, নুরুজ্জামান, সোহরাব হোসেন প্রমুখ।