বিয়ের আগের রাতে অটোচালককে হত্যায় গ্রেপ্তার ৬
গাজীপুরের শ্রীপুরের বনখড়িয়া বিয়ের আগের রাতে আটোচালককে গলাকেটে হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল শুক্রবার রাতে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শফিকুল ইসলাম (২৫), রাজিব শেখ (২২), রাকিব হোসেন (২২), জুয়েল রানা (২৭), আবু হানিফ (২৭) ও আফ্রিদি (১৯) ।
নিহত অটোচালক শরিফুল ইসলাম (২৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখড়িয়া গ্রামের বাসিন্দা।
আজ শনিবার দুপুরে গাজীপুর পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো. মাকছুদের রহমান জানান, হত্যাকাণ্ডের ১০ থেকে ১২ দিন আগে জয়দেরপুরের ভাওয়াল মির্জাপুর এলাকার মঞ্জুরুল ইসলামের মেয়ে কারিমার পরিবারকে না জানিয়ে বিয়ে করে শরিফুল ইসলাম। পরে দুই পরিবারের আলাপ আলোচনার মাধ্যমে ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিয়ের দিন ঠিক করা হয়। বিষয়টি কারিমার বড় ভাই ও দুই ভগ্নিপতি কোনোভাবে মেনে নিতে রাজি হয়নি। এ বিয়ে মেনে নিতে না পেরে শরিফুলের ঘনিষ্ট বন্ধু আজমত ও তারেকের সঙ্গে এক লাখ টাকার বিনিময়ে তাকে হত্যার পরিকল্পনা করে। পরে বিয়ের একদিন আগে পরিকল্পনাকারীরা কৌশলে ডেকে নিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। এর একদিন পর বাড়ির পাশে গজারি বন থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
ওই ঘটনার সূত্র ধরে পিবিআই গাজীপুরের বিভিন্ন স্থান থেকে ছয়জনকে গ্রেপ্তার করে।