‘বুকে হাত দিয়ে বলুন, কী পাননি এই ১১ বছরে’
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে পরির্তন করেছেন তা সত্যি অকল্পনীয়, আপনারা বুকে হাত দিয়ে বলুন, কী পাননি এই ১১ বছরে। বৃদ্ধদের ভাতা দেওয়া হচ্ছে, যাদের স্বামী নেই তাঁরাও ভাতা পাচ্ছে, মায়েরা পুষ্টি ভাতা পাচ্ছে, শিক্ষার্থীরা বছরের শুরুতে নতুন বই পাচ্ছে, শিক্ষকদের বেতন বাড়ানো হচ্ছে, কর্মকর্তাদের বেতন বাড়ছে, নতুন গাড়ি পাচ্ছে, সড়ক হচ্ছে, নতুন দালান হচ্ছে, আর গ্রামে গ্রামে টিনের ঘরে বিদ্যুতের আলোতে বসে শিক্ষার্থী পড়াশুনা করতে পারছে। কি না হচ্ছে বাংলাদেশে, যা বলে শেষ করা যাবে না। এগুলো হয়েছে গত ১১ বছরে এই শেখ হাসিনার সরকারের সময়ে।’
আজ শনিবার সুনামগঞ্জের দিরাই উপজেলায় নতুন বাগবাড়ি মাঠ প্রাঙ্গণে দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘সবার আগে শিক্ষার মান বৃদ্ধি করা দরকার, তা না হলে আমাদের যে দুর্দশা এই দুর্দশার শেষ হবে না।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ সরদার, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুখ আহমদ, দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল আমিন চৌধুরী, মি. হাওয়ার্ড ডায়ার, কমান্ডার জন লাগেট প্রমুখ।
দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ সরদার বলেন, ‘স্বল্প সময়ের মধ্যে দিরাইয়ের মতো প্রত্যন্ত অঞ্চলে একটি প্রবাসী শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। এতে করে হাওর অঞ্চলের শিক্ষাবঞ্চিত ছেলেমেয়েরা মানসম্মত শিক্ষালাভ করতে পারবে। এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার তথা নিজের দেশের সুনাম বৃদ্ধি করতে পারবে।’