বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
মেহেরপুরের গাংনী উপজেলায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে খাদে পড়ে গোলাম কিবরিয়া (১৫) নামের এক স্কুলছাত্র নিহত ও তাঁর দুই বন্ধু আহত হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় গাংনী পৌর এলাকার আখসেন্টারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত গোলাম কিবরিয়ার বাড়ি উপজেলার ধানখোলা ইউনিয়নের খড়মপুর গ্রামে। সে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
গোলাম কিবরিয়ার বন্ধু আহত পলক বলে, ‘জোড়পুকুরিয়া গ্রাম থেকে আমি, জুনাইদ হাসান ও কিবরিয়া তিন বন্ধু একই মোটরসাইকেলে গাংনীতে আসছিলাম। পশ্চিম মালসাদহ গ্রাম পার হওয়ার পর কিবরিয়া বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। নিষেধ করলেও কিবরিয়া আমাদের কথা শোনেনি। একপর্যায়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।’
গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।