বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তরুণী ‘ধর্ষণের শিকার’, যুবক গ্রেপ্তার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার একটি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে এক তরুণী (২০) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মানিক মিয়া (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণী গত বুধবার দোয়ারাবাজার উপজেলার একটি গ্রামে তাঁর বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এর মধ্যে মানিক মিয়া কৌশলে গভীর রাতে ঘরে ঢুকে ওই তরুণীকে ধর্ষণ করেন। ওই দিন রাতে ওই তরুণী কাউকে কিছু বলেননি। পরে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি তাঁর বোনের স্বামীকে জানানোর পর বিকেলে মানিক মিয়াকে আটক করে গ্রামের লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ওই গ্রামে গিয়ে মানিককে আটক করে থানায় নিয়ে যায়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদী হয়ে মানিক মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। মানিক মিয়া এখন পুলিশ হেফাজতে আছেন। তাঁকে আজ শুক্রবার আদালতে হাজির করা হবে।