বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত
নেত্রকোনার খালিয়াজুরীতে বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়নের শালদীঘা কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বড় ভাইয়ের নাম মিলন মিয়া (৪২) আর ছোট ভাই কাঠ ব্যবসায়ী মুক্তার মিয়া (৩৭)। তাঁরা কান্দাপাড়া গ্রামের কেনু মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে লেপসিয়া তদন্ত পুলিশ কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম খান জানান, শনিবার রাত ১০টার দিকে মুক্তার তাঁর মা ও বোনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পারিবারিক ঋণ পরিশোধের বিষয় নিয়ে এই বাকবিতণ্ডা চলছিল। এ সময় মুক্তারের বড় ভাই মিলন আসেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে মুক্তারকে সজোরে ঘুষি দেন মিলন। এতে মাটিতে লুটিয়ে পড়েন মুক্তার। কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিলনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য আজ রোববার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ময়নাতদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।