ভারতকে চার ট্রাক করোনার সুরক্ষাসামগ্রী পাঠাল বাংলাদেশ
দ্বিতীয় চালানে করোনার সুরক্ষাসামগ্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাঠাল বাংলাদেশ। আজ মঙ্গলবার বিকেলে শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশ সরকার ভারতকে করোনা এসব সুরক্ষাসামগ্রী পাঠিয়েছে।
কলকাতার বাংলাদেশি উপহাইকমিশনার তৌফিক হাসান করোনার এসব সুরক্ষাসামগ্রী গ্রহণ করে ভারতীয় রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করেন।
এর আগে গত ৬ মে ১০ হাজার পিস করোনার সুরক্ষাসামগ্রী ভারতকে উপহার দেয় বাংলাদেশ।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা আবু তাহের জানান, চারটি ট্রাকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের করোনা সুরক্ষাসামগ্রী ইনজেকশন, ক্যাপসুল, হ্যান্ড স্যানিটাইজারসহ ১৮ ধরনের ওষুধ রয়েছে।
সিঅ্যান্ডএফ এজেন্ট রবি ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী রবিউল ইসলাম রবি জানান, কাস্টমস ও বন্দরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে চার ট্রাক করোনার সুরক্ষাসামগ্রী ইনজেকশন, ক্যাপসুল, হ্যান্ড স্যানিটাইজারসহ ১৮ প্রকারের ওষুধ ভারতীয় রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান জানান, বিকেল ৩টার দিকে কাস্টমসের সব আনুষ্ঠানিকতা শেষে কলকাতাস্থ বাংলাদেশি উপহাইকমিশনার এসব উপহারসামগ্রী গ্রহণ করেন।