ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় সুনামগঞ্জে বন্যা সতর্কতা
সুনামগঞ্জ ও ভারতের মেঘালয়ে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম।
পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ভারতের মেঘালয়ে ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা থাকায় সুনামগঞ্জের সবকটি নদ-নদী ও হাওরের পানি কয়েক ফুট বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
সুনামগঞ্জের সুরমা নদীসহ সবকটি নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে।
এদিকে, গত কয়েকদিনে টানা বর্ষণে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ দুই উপজেলার পাহাড়ি নদীর পাড়ের বেশ কিছু বাড়ি-ঘর স্রোতে ভেঙে গেছে।
সব থেকে বিপদে পড়েছেন হাওর এলাকার কৃষক। গত এক সপ্তাহ রোদ না থাকায় মাড়াই করা ধান শুকাতে পারছেন না তাঁরা। শুকাতে না পারায় পাকা ধান পচে নষ্ট হচ্ছে।
কৃষকেরা জানান, ঢলের পানির সঙ্গে সংগ্রাম করে কিছু ধান কেটে এনেছেন তাঁরা। এখন সেই ধানও রোদের অভাবে শুকাতে পারছেন না। চারপাশে পানি থাকায় গরু-ছাগল নিয়েও বিপাকে পড়েছেন।