ভোটের আগেই নির্বাচিত ৭৩ ইউপি চেয়ারম্যান
প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭৩ চেয়ারম্যান পদপ্রার্থী। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে আটজন, সাধারণ সদস্য পদে ৬৮ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার পরিচালক ও যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান।
গত ৩ মার্চ দেশের ১৯ জেলার ৬৪ উপজেলার ৩৭১ ইউপিতে প্রথম ধাপে ভোটগ্রহণের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহার শেষে প্রতীক নিয়ে প্রথম ধাপের প্রার্থীরা বৃহস্পতিবার প্রচারে নেমেছেন। এ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার জানান, গত ১৮ মার্চ মনোনয়পত্র দাখিলের শেষ দিন ছিল। ১৯ মার্চ ছিল বাছাই। আর প্রার্থিতা প্রত্যাহারের সময় ছিল ২৪ মার্চ। এ ক্ষেত্রে চেয়ারম্যান ২৮১ জন, সংরক্ষিত নারী সদস্য ৯৭ জন ও সাধারণ সদস্য পদে ৭০২ জন; মোট মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এক হাজার ৮০ প্রার্থী।
সব মিলিয়ে প্রথম ধাপে ৩৭১ ইউপিতে তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ হাজার ১৩৭ প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে এক হাজার ৪২৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে চার হাজার ১৮০ জন ও সাধারণ সদস্য পদে ১৩ হাজার ৫২৮ জন প্রার্থী রয়েছেন।
২০১৬ সালের প্রথম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন ৫৪ জন। এ সময় প্রথম ধাপে ৭১২টি ইউপিতে নির্বাচন হয়েছিল। সে তুলনায় এবার চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার হার বেশি। সে সময় শতকরা সাত দশমিক ৫৮ শতাংশ প্রার্থী চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, এবার তা ১৯ দশমিক ৬৮ শতাংশে দাঁড়িয়েছে।