মন থেকে হিংসা-বিভেদ ভুলে সরকারকে সহযোগিতা করুন : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বিএনপিসহ কয়েকটি দল ক্ষমতায় থাকলেও দেশে সার্বিক উন্নয়নে কোনো কাজ করেনি। দেশের দৃশ্যমান উন্নয়নের জন্য কাজ করছেন জননেত্রী শেখ হাসিনা। সারা দেশে গ্রামে-গ্রামে বিদ্যুৎ দিয়েছে আওয়ামী লীগ সরকার। আমাদের সরকার গরিব মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আপনাদের প্রতি অনুরোধ, মন থেকে হিংসা-বিভেদ ভুলে যারা দেশের উন্নয়নে কাজ করে আপনারা এই সরকারকে সহযোগিতা করুন।’
গতকাল শুক্রবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের ভুরাখালী গ্রামের নলুয়ার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন,‘যারা পাকিস্তানিদের ভালোবাসে তাদেরকে বলছি বাংলাদেশ আর পাকিস্তান হবে না। বাংলাদেশ বাংলাদেশই থাকবে। ধর্মের নাম ব্যবহার করে কাজ হবে না। তারা দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে, খুন খারাপি করে এবং দেশের জন্য বদনাম আনে। এরা আমাদের আশেপাশে থাকে। এদের কাছ থেকে দূরে থাকতে হবে। তারা স্বাধীনতা বিরোধী। তারা স্বাধীন বাংলাদেশ চায় না। দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করছে।’
জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ। এ ছাড়াও বক্তব্য দেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।
এদিকে ‘সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলা স্বরুপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন ব্যবস্থা প্রকল্পের আওতায় হতদরিদ্র চার হাজার পরিবারের মধ্যে গভীর নলকূপ ও অফসেট টুইন-পিট ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী।