মরমি কবি সাধক হাসন রাজার ১৬৫তম জন্মবার্ষিকী আজ
মরমি কবি সাধক হাসন রাজার ১৬৫তম জন্মবার্ষিকী আজ ২১ ডিসেম্বর শনিবার। এ উপলক্ষে জেলা প্রশাসক ও হাসন রাজা ট্রাস্ট বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
হাসন রাজার জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে লোকগানের আয়োজন করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি। শহরের বিশিষ্ট শিল্পীবৃন্দ হাসন রাজার গান ও গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন। এদিকে জেলাব্যাপী হাসন রাজার গানের প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করেছে হাসন রাজা ট্রাস্ট।
আর হাসন রাজার নিজ বাড়িতে অবস্থিত পারিবারিক তত্ত্বাবধানে গড়ে ওঠা হাসন রাজা মিউজিয়াম প্রতিদিনই দেখতে আসেন দর্শনার্থীরা। এই মিউজিয়ামে তাঁর সৃষ্টিকর্মের কিছু কিছু নিদর্শন রাখা হয়েছে। তাঁর তলোয়ার, শেরোয়ানি, পাগড়ি, বসার চেয়ারসহ নিত্য প্রয়োজনীয় সব জিনিস সংরক্ষণ করে রাখা হয়েছে।
হাসন রাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী বলেন, হাসন রাজার ১৬৫তম জন্মবার্ষিকী যথাযথভাবে পালন করতে গত কয়েক বছরের মতো এবারও জেলাব্যাপী হাসন রাজার গান, গানের সঙ্গে নৃত্য, ও তাঁর সৃষ্টিকর্ম নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের কয়েকশ প্রতিযোগী অংশগ্রহণ করে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছরও আমরা আরো বড় পরিসরে এটি আয়োজন করতে যাচ্ছি।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ বলেন, হাসন রাজা একাধারে মরমি কবি, সাধক ও জমিদার ছিলেন। এই গুণী মানুষের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করেছে। আর আমরা সুনামগঞ্জে সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে চার লোককবি নিয়ে উৎসবের আয়োজন করি। এ বছরও এই উৎসব বর্ণিলভাবে পালন করা হবে।
সুনামগঞ্জের লক্ষণশ্রী গ্রামের জমিদার আলী রাজার ছেলে হাসন রাজা। মরমি কবি হাসন রাজা ১৮৫৪ সালে ২১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং ১৯২২ সালের ৬ ডিসেম্বর ৬৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
হাসন রাজা তাঁর জীবদ্দশায় তিন হাজারেরও বেশি গান রচনা করে গেছেন। হাসন রাজা জমিদার হয়েও অতি সাধারণ জীবনযাপন করতেন। তিনি তাঁর কর্মে স্রষ্টার সান্নিধ্য লাভ করার চেষ্টা করে গেছেন। প্রায় তাঁর প্রতিটা সৃষ্টিকর্মে আধ্যাত্মিক প্রকাশ পেয়েছে। তাঁর প্রত্যেক গানে তিনি স্রষ্টার দর্শনের কথা বলেছেন।
হাসন রাজার বিখ্যাত গান ‘লোকে বলে, বলেরে ঘরবাড়ি বালা নায় আমার’, ‘বাউলা কে বানাইলরে হাসন রাজারে বাউলা’, ‘নেশা লাগিলরে’সহ অসংখ্য গান।