মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন
ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ ত্বাহা হোসেন। সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা শায়খ আব্দুল বছীর।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শায়খ আফসার উদ্দিন, সহসভাপতি মাওলানা মুশতাক আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, হাছননগর মাদ্রাসার মুহতামিম মাওলানা দিলোয়ার হোসাইন, সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা রমযান হোসাইন, দোয়ারাবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শফিক আহমদ, বিশ্বম্ভপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রফিক আহমদ, ছাত্রনেতা মঞ্জুর আহমদ, আবু আইয়ুব, জিয়াউল করিম, হাফিজ ইয়াহিয়া প্রমুখ।
এ সময় মানববন্ধনে বক্তার ফ্রান্স সরকারের কঠোর সমালোচনা করে বাংলাদেশে পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান জানানো হয়।
সেইসঙ্গে ফ্রান্সের প্রধানমন্ত্রীর কটূক্তির জন্য বিশ্ব মুসলমান উম্মার কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করার আহ্বান জানানো হয়।