মাদকসহ আ.লীগনেতা পুলিশ হেফাজতে, ওসি বললেন ‘পূর্বশত্রুতার জের’
কুমিল্লার মুরাদনগরের গুনাইঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রাসেলকে মাদকসহ আটক করে মুরাদনগর থানা পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। আজ শুক্রবার সকালে মাদকসহ তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও এটিকে ‘পূর্বশত্রুতার জের’ বলে মন্তব্য করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাসেম।
জানা গেছে, উপজেলার পরমতলা এলাকায় গুনাইঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রাসেল মাদক বেচাকেনা করছেন—এমন অভিযোগে আজ শুক্রবার সকালে স্থানীয়রা তাঁকে আটক করে। পরে মুরাদ নগর থানা পুলিশে খবর দিলে তাঁরা রাসেলকে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাসেম। তবে, তিনি এটিকে ‘পূর্ব শত্রুতার জের’ বলে মন্তব্য করেছেন।
ওসি আবদুল হাসেম বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে ওবায়দুল হাসান রাসেলকে সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার রাসেল ও তাঁর সহযোগীরা আটকে রাখেন এবং মারধর করেন। পরে থানায় খবর দিয়ে তাঁকে ইয়াবা ও ১০ পুড়িয়া গাঁজাসহ পুলিশের হাতে তুলে দেন। এখন তিনি মুরাদনগর থানায় পুলিশের হেফাজতে আছেন।’