মাদারীপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ৩
মাদারীপুরের শিবচর উপজেলায় একাধিক স্থানে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে এক যুবকের মৃত্যু হয়েছে এবং তিনজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম রাকিব হাওলাদার (১৮) তিনি জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দোতারা হাজি ইয়াছিন মোল্লাকান্দি গ্রামের জহিরুদ্দিন হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার বাংলাবাজার থেকে বাড়ি ফিরছিলেন রাকিব। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। রাকিব নিজ বাড়ি সংলগ্ন রাস্তায় এলে বজ্রপাতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একই গ্রামে পৃথক বজ্রপাতে গৃহবধূ শিল্পি বেগম (৩৬) আহত হয়েছেন। এছাড়া একই উপজেলার কাদিরপুর এলাকায় বজ্রপাতে গৃহবধূ হাসিনা বেগম (৩৫) ও মাহিমা আক্তার (১৯) আহত হন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, ‘সন্নাসীরচরে বজ্রপাতে একজন মারা গেছেন। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’