মানিকগঞ্জে ট্রাক্টর উল্টে নিহত ২
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর গ্রামে জমি চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে দুজন নিহত হয়েছেন। গতকাল রাতের কোনো একসময় আজিমনগর সোয়াখা গুচ্ছ গ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হরিরামপুর উপজেলার এনায়েতপুর গ্রামের মানিকের ছেলে মো. রুস্তম (২১) এবং ফরিদপুর জেলার শালেপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. আশাফুল (২০)।
পুলিশ জানায়, আজিমনগর সোয়াখা খালে আজ সকালে এলাকাবাসী ট্রাক্টরের নিচে চালক ও সহযোগীকে চাপা পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে দুপুরে দিকে মরদেহ দুটি উদ্ধার করে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।