মানিকগঞ্জে বিএনপির নিহত ও পঙ্গু নেতাকর্মীকে আর্থিক সহায়তা
মানিকগঞ্জে পুলিশের গুলি ও সহিংসতার ঘটনায় নিহত এবং পঙ্গুত্ববরণ করা বিএনপির সাত নেতাকর্মী ও তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বিকেলে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা ঈদ উপলক্ষে এই আর্থিক সহায়তা প্রদান করেন।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি ইসলামি সমমনা দলের ডাকা দেশব্যাপী হরতালে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে বিএনপির চার নেতাকর্মী নিহত হন। এ ছাড়া বেশকয়েকজন নেতাকর্মী আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন।
নিহত ওই চারজন হলেন, সিঙ্গাইরের পারিলজাইল্যা গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিএনপির কর্মী শাহ আলম ওরফে শাহীন, গোবিন্দল গ্রামের বাসিন্দা ও বিএনপির কর্মী আলমগীর হোসেন, একই গ্রামের বাসিন্দা ও বিএনপির কর্মী মাওলানা নাসির উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী নাজিম উদ্দিন। এ ঘটনায় গোবিন্দল গ্রামের বাসিন্দা ও বিএনপির কর্মী আলী আকবর ও মো. লিংকন পঙ্গুত্ব বরণ করেন। এ ছাড়া ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় জেলার দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবদুল হামিদ নিহত হন।
ঈদ উপলক্ষে গোবিন্দল গ্রামে নিহত বিএনপির ওই পাঁচ নেতাকর্মীর পরিবার এবং পঙ্গুত্ব বরণ করা দুই কর্মীকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা উপস্থিত থেকে এই আর্থিক সহায়তা করেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরসহ জেলা এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।