মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন চারজন। এ সময়ে ৪১৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৭৭ জনের। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৪২ দশমিক ৪৪ শতাংশ।
আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন বলেন, ‘নতুন আক্রান্ত ১৭৭ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ৫৩ জন, সাটুরিয়ায় ৩৫ জন, শিবালয়ে ৩৩ জন, ঘিওরে ২০ জন, সিংগাইরে ১৭ জন, দৌলতপুরে ১১ জন এবং হরিরামপুর উপজেলায় রয়েছেন আটজন।’
স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ‘জেলায় এ পর্যন্ত ৩৩ হাজার ৫৬৬টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৭৮২ জন এর মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৩৮৯ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৮৮ জন।’