মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু
মানিকগঞ্জ করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আইসোলেশনে চারজনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১১ জনে। একই সময়ে ৩১৫টি নমুনা পরীক্ষা করে ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার সকালে সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী এ কে এম রাসেল জানান, গত ২৪ ঘণ্টায় আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে চারজন রোগী। এরা প্রত্যেকেই আইসোলেশনে ছিলেন। এখনও হাসপাতালে ৩১৯ জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে করোনা পজিটিভ ১৪১ জন।