মামলা হামলা হলেও মাঠ ছাড়ব না : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচন যদি সরকারের অধীনে হয় তাহলে বিএনপি সেই নির্বাচনে অংশ নেবে না। সেই নির্বাচন আমরা করতে দেব না। নির্বাচন হলে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই হবে। তিনি আরও বলেছেন, মামলা-হামলা যাই হোক, আর মাঠ ছাড়ছি না।
আজ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের কালিবাড়ির নিজ বাসবভনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন হলে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা আন্দোলন করছি। আমাদের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে গ্রেপ্তার করছে। নতুন করে আরও ২৫ হাজার নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। মামলা-হামলা যাই হোক, আর মাঠ ছাড়ছি না।’
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একটি লিবারেল ডেমোক্রেসি পার্টি। সংবিধানের মধ্যে যে নিয়মগুলো আছে, তা মেনে রাজনীতি করে। নির্বাচনের মাধ্যমে সংসদে যাওয়ার জন্য রাজনীতি করে। বিএনপি বিশ্বাস করে সভা, সমাবেশ, কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা আছে, কিন্তু সেই পরিবেশ নেই। দেশে এখন একটা একনায়কন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে।’
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈয়মুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ বিএনপির অন্যান্য নেতারা।