মাহবুবুল হক শাকিলের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
প্রয়াত কবি ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার।
এ উপলক্ষে মাহবুবুল হক শাকিল সংসদের পক্ষ থেকে আজ সকাল ১০টায় তাঁর কবরে পুস্পমাল্য অর্পণ করা হবে। জুমার নামাজের পর তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
২০১৬ সালের ৬ ডিসেম্বর মারা যান মাহবুবুল হক শাকিল। ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি। তাঁর স্মৃতি রক্ষায় ২০১৭ সালে ‘মাহবুবুল হক শাকিল সংসদ’ গঠন করা হয়।
শাকিল ময়মনসিংহ জিলা স্কুল থেকে মাধ্যমিক ও আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন শাকিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় তিনি প্রথমে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পরে জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হন ।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল ‘সিআরআই’ গঠিত হলে তা পরিচালনার দায়িত্ব পান শাকিল।
এরপর ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিবের দায়িত্ব পালন করেন শাকিল। চার বছর পর তাঁকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) নির্বাচিত করা হয়। এরপর ২০১৪ সাল থেকে অতিরিক্ত সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্বে ছিলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা এনটিভি অনলাইনকে জানিয়েছেন, ‘শাকিলের মৃত্যু পর তাঁর নামে গঠন করা হয় ‘মাহবুবুল হক শাকিল সংসদ’। প্রতি বছর এ সংগঠন থেকে তরুণ কবিদের এক লাখ টাকা মূল্যমানের পদক দেওয়া হয়।