মিরপুর বেড়িবাঁধে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২
রাজধানীর মিরপুর থানার শাহ আলী বেড়িবাঁধ এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. রবিউল ইসলাম রুবেল (৩৮) ও মো. জুবায়ের হোসেন (৪৫)। এর মধ্যে জুবায়ের ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে মো. মিলন গাজী (৪২) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।
নিহত রুবেলের ভাই মো. ছোটন বলেন, আমার ভাই ঢাকায় রিকশা চালাতেন। ঈদের চার-পাঁচ দিন পর গ্রাম থেকে ঢাকায় আসেন। এনজিও লোন আছে তার। লোনের কিস্তি দিতে পারছিলেন না। এ কারণে ঢাকায় এসে রিকশা চালানো শুরু করেন। আমাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর থানার পূর্ব ফিলিপনগর গ্রামে। নিহত রুবেল মিরপুর ১৪ নম্বরে থাকতেন। তার দুটি মেয়ে ও একটি ছেলে রয়েছে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে আহত দুজনকে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মারা যান। আহত মিলন গাজী এখানে চিকিৎসাধীন। রুবেলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।