মুগদা হাসপাতালের আইসিইউ’র আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ছয় তলার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ড ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এরই মধ্যে আজ দুপুর ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
খালেদা ইয়াসমিন বলেন, ‘মুগদা জেনারেল হাসপাতালের ছয় তলার আইসিইউতে আজ দুপুরে অগ্নিকাণ্ড ঘটেছে। আমরা এ খবর পাই ঠিক সাড়ে ১২টার দিকে। এরপর ১২টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরে ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, কীভাবে এ অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।’
খালেদা ইয়াসমিন আরও বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা জানতে পারিনি। এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি। মূল প্রতিবেদন পেলে এসব বিষয়ে বিস্তারিত জানতে পারব।’