মুগদা হাসপাতালে আগুন, সাতজন আহত
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ও আহত সাতজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল ও বার্ন ইউনিটে নেওয়া হয়। বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ও ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ছয়জনকে প্রথমে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখান থেকে অবশ্য দুই-একজনকে ঢামেকের জরুরি বিভাগে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
প্রথমে বার্ন ইউনিটে নেওয়া ছয়জন হলেন মুগদা হাসপাতালের আইসিইউর নার্স শাহিনা (৪০), ক্যাথ ল্যাবের নার্স মনিকা পেরেরা (৪০), নার্স রুমি খাতুন (৩১), হাসপাতালে টিকা নিতে আসা সাইদুর রহমান (২৫), টেকনিশিয়ান জহিরুল হক মজুমদার (৪৫) ও ওয়ার্ড বয় নাজমুল হাসান (২১)। আহত আরেকজনের নাম জানা যায়নি।
বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, মোট ছয়জন বার্ন ইউনিটে এসেছিলেন। এদের মধ্যে কারো কারো অবস্থা খুব বেশি ভালো না। তবে বড় বিপদের আশঙ্কা এখনি করছি না। এখান থেকে এক-দুজনকে বোধহয় ঢামেকে পাঠানো হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) বাচ্চু মিয়া বলেন, ঢামেকের জরুরি বিভাগে তিনজনকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা খুব একটা খারাপ না। আর চারজন ভর্তি হয়েছেন বার্ন ইউনিটে।