মুন্সীগঞ্জে দোকানের তালা ভেঙে ৩২০ বস্তা চাল চুরি
মুন্সীগঞ্জ সদরের হাতিমারা-বেতকা সড়কের আমতলী এলাকায় একটি চালের দোকান থেকে তালা ভেঙে ৩২০ বস্তা চাল চুরি করা হয়েছে বলে জানিয়েছেন দোকানমালিক। গতকাল বুধবার (১১ জানুয়ারি) দিনগত রাতে কোনো একসময় এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার মোল্লা স্টোরের স্বত্বাধিকারী মো. হামিম বলেন, ‘গতকাল বুধবার গভীর রাতে আমার দোকানের তালা ভেঙে ৩২০ বস্তা চাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় তারা সিসিক্যামেরা ভেঙে ফেলে এবং হার্ডডিস্ক নিয়ে যায়। এটা সংঘবদ্ধ চক্রের কাজ। তা ছাড়া এভাবে একসঙ্গে এত চালের বস্তা নিয়ে যাওয়া সম্ভব নয়। এত বস্তা চাল গাড়িতে তুলতেও তাদের এক-দেড় ঘণ্টা সময় লেগেছে। কিন্তু কেউ টের পায়নি। এই চালের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকার বেশি।’
স্থানীয়রা জানায়, রাতে এই সড়কে পুলিশের নিয়মিত টহলের ব্যবস্থা না থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে।
হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমর চন্দ্র দাস বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এটা তালা কেটে চুরি, ডাকাতি নয়।’