মেট্রোরেলের ব্লকের ইট পড়ে এক পথচারী নিহত
রাজধানীর মিরপুর-১১ নম্বর অংশে নির্মাণাধীন মেট্রোরেলের লাইনের ব্লকের ইট পড়ে মাহবুবুর তালুকদার (৪৯) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।
ওসি পারভেজ বলেন, ‘সোমবার দুপুর ১২টার দিকে মিরপুর-১১ নম্বর অংশে নির্মাণাধীন মেট্রোরেলের ২০৩ নম্বর পিলার সংলগ্ন এলাকার নিচ দিয়ে যাওয়ার সময় পথচারী মাহবুবুর তালুকদারের মাথায় মেট্রোরেলের ওপরের দেওয়াল ভেঙে ব্লকের ইট পড়ে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন।’
ওসি আরও বলেন, ‘আহতদের আঘাত গুরুতর নয়। তাঁরা এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।